ভারতের মনিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী
মাথাভাঙ্গা মনিটর: উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সাবেক সীমান্তরক্ষী নংথমবম বীরেন সিং। শপথ নিয়ে তিনি বলেছেন, রাজ্যকে অবরোধমুক্ত করাই তার প্রধান কাজ। গতকাল বুধবার দুপুরে রাজধানী ইম্ফলের রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক ফুটবলার তথা বিএসএফ কর্মী ৫৭ বছর বয়সী নংথমবম বীরেন শপথবাক্য পাঠ করেন। তাকে শপথ পাঠ করান রাজ্যপাল নাজমা হেফতুল্লা। একই সাথে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির ওয়াই জয়কুমার সিংও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিন মোট আটজন মন্ত্রী শপথ নিলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারিত হবে।
সিরিয়ায় আদালত ভবনে আত্মঘাতী বিস্ফোরণ : নিহত ২৫
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান আদালত ভবনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। বুধবার দামেস্কের হামিদিয়েহ এলাকায় অবস্থিত প্যালেস অফ জাস্টিসে এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার ৬ষ্ঠবার্ষিকীর দিনে এই হামলার ঘটনা ঘটলো। ২০১১ সালে তথাকথিত আরব বসন্তের নামে বাশার আল আসাদকে উৎখাতে শুরু হওয়া আন্দোলন এখন গৃহযুদ্ধ ও বৈশ্বিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ছয় বছরব্যাপী সহিংসতায় ৩ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছে, ১ কোটি ১০ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। এর আগে শনিবার শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়। আল কায়েদা সংশ্লিষ্ট তাহরির আল শাম সেই হামলার দায় স্বীকার করেছিলো।
সাঁতার কেটে সিঙ্গাপুর যাওয়ার চেষ্টায় চার বাংলাদেশি গ্রেফতার
মাথাভাঙ্গা মনিটর: গভীর রাতে মালয়েশিয়া থেকে সাঁতার কেটে সিঙ্গাপুর যাওয়ার পথে চার বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করেছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ড (পিসিজি)। গত মঙ্গলবার রাতে মালয়েশিয়ান সমুদ্র জলসীমা সুনজেই তোয়ানে চার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। গ্রেফতারকৃত বাংলাদেশিদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে। সিঙ্গাপুরের স্থানীয় আইনে দেশটিতে বেআইনিভাবে প্রবেশের জন্য তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইসিএ ও পিসিজি জানিয়েছে, সিঙ্গাপুরে অবৈধভাবে ঢোকার এই চেষ্টাকে তারা গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। স্থানীয় আইনে সিঙ্গাপুরে অবৈধভাবে প্রবেশের অপরাধে ছয় মাসের জেল বা তিনবার বেত্রাঘাত বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
শুটিঙের বিরতিতে গান গাইলেন অমিতাভ
মাথাভাঙ্গা মনিটর: প্রায় পাঁচ দশক ধরেই নানা চরিত্রে বলিউডি পর্দা শাসন করেছেন তিনি। আর এই দীর্ঘ পথের বাঁকে গলা খুলে গানও গেয়েছেন বহু বার। ৭৪ বছরের প্রান্তে এসে ফের এক বার মাইকের সামনে অমিতাভ বচ্চন। এ বার একসাথে গাইলেন দুটি গান। অকালপ্রয়াত গায়ক-সুরকার আদেশ শ্রীবাস্তবের স্টুডিওতে গত মঙ্গলবার পা রেখে বেশ স্মৃতিকাতর হয়ে উঠলেন অমিতাভ। নিজের ব্লগে গান গাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন বলিউডের শাহেন শাহ। অমিতাভ জানিয়েছেন, আদেশের এই মুম্বইয়ের স্টুডিওতে এক সময় প্রায়শই আসতেন তিনি। আর সেখানেই পর পর দুটি গান গেয়েছেন অমিতাভ। ব্রহ্মপুত্র নদী নিয়ে বাঁধা হয়েছে একটি গান। আর তাতে সঙ্গী হয়েছেন পাপন। অন্য গানটি একটি তেলের বিজ্ঞাপনের জন্য গেয়েছেন। টুইটারে রেকর্ডিঙের ছবিও শেয়ার করেছেন অমিতাভ। গানের শেষে বলেছেন, যাক! কাজ শেষ। এ বার ব্লগ লেখায় ফেরা আর বিশ্রাম… । ২০১৫ সালে ৫১ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আদেশ।