আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে সাধুসঙ্ঘ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে হয়ে গেলে দুই দিনব্যাপী সাধুসঙ্ঘ। গতকাল বুধবার পুর্নসেবার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়োন শাহ’র বাড়িতে এ সাধুসঙ্ঘের আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকালে থেকে বিভিন্ন এলাকা থেকে সাধু ও ভক্তানুরাগীরা আসতে থাকেন। গতকাল বুধবার বিকেলে পুর্নসেবার মধ্যদিয়ে সাধুসঙ্ঘের ইতি টানা হয়। উপস্থিত ছিলেন ছানোয়ার শাহ, জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দনি শাহ, নাছিমা শাহ প্রমুখ।
তালতলা ব্রিজমোড়ে দু দিনব্যাপি সাধু বাউল মিলন মেলা আজ শুরু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তালতলা ব্রিজমোড়ে আজ থেকে শুরু হচ্ছে শাহ্ সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর (আ.) ১৭তম পদার্পণ দিবস উপলক্ষে ২ দিনব্যাপি সাধু বাউল মিলন মেলা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে সাধুগুরুর আসনগ্রহণ। সাড়ে ৭টায় সন্ধ্যাপ্রদীপ সজ্জা, মুর্শিদের চরণে ভক্তি প্রার্থনা, পুষ্পাঞ্জলি অর্পণ। ৮টায় দ্বীন ডাকার মাধ্যমে শুভ সূচনা সাধু সমাবেশ ও আলোচনাসভা। রাত ১০টায় পালাগান। পরিবেশনায় এপার বাংলা ওপার বাংলাখ্যাত শিল্পী চুয়াডাঙ্গার আল আমিন দেওয়ান ও নাটোর বড়াইলের সম্পা সরকার। এসব সাধু গুরুজনদের নিজ নিজ আসন সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিশতীর (আ.) এর চরণের দাস ওহিদ হোসেন চিশতি।