মেহেরপুর গাংনীতে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমপি মকবুল
গাংনী প্রতিনিধি: কৃষি বিভাগ ও কৃষকদের আন্তুরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। কিন্তু প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ফসলের নতুন জাত সম্প্রসারণে কৃষি বিভাগ, কৃষি গবেষক ও কৃষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। খরিফ-১ মরসুমে উফসী আউশ ও নেরিকা আউস চাষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই আহ্বান জানান।
তিনি আরও বলেন, কৃষি গবেষকদের গবেষণা, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রচেষ্টা ও কৃষকদের আগ্রহের কারণে উচ্চ ফলনশীল ফসল আবাদ হচ্ছে। যার কারণে একদিকে যেমনি কৃষকরা লাভবান হচ্ছেন অন্যদিকে খাদ্য উৎপাদন গতিশীল হচ্ছে। এ ধারা অব্যহত রাখতে পারলে দেশের খাদ্য উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। উফসী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ টাকা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় উফসী আউশ ৮৩০ ও নেরিকা আউশ ১শ’ জন চাষিকে উপকরণ দেয়া হচ্ছে।