ঝিনাইদহে মাদক নিয়ে তেলেসমাতি কাণ্ডে দুই কনস্টেবল ক্লোজড

 

ঝিনাইদহ প্রতিনিধি: ফেনসিডিল নিয়ে র‌্যাবের সোর্সের সাথে ঝামেলায় জড়িয়ে ক্লোজড হয়েছেন কালীগঞ্জ থানার দুই কনস্টেবল সোহেল ও মোস্তাফিজুর রহমান। গত শনিবার দুই কনস্টেবল কালীগঞ্জ উপজেলা শহরের পাইকপাড়ায় ফেনসিডিল কেনাবেচার ফাঁদে পড়েন বলে অভিযোগ। এ সময় র‌্যাবের কথিত সোর্স মানিক তাদের প্রলুদ্ধ করেন বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ায় জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে শাস্তি স্বরুপ তাদের পুলিশ লইনে ক্লোজড করেন।

কালীগঞ্জের ওসি আমিনুল ইসলাম ক্লোজড হওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনার দিন পাইকপাড়া এলাকায় র‌্যাবের সোর্স মানিকের সাথে একটু ঝামেলা হয়েছিলো। এ জন্য তাদের ক্লোজড করা হয়েছে। তিনি বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছেন।

তবে অন্য একটি সূত্র জানায়, কনস্টেবল সোহেল ও মোস্তাফিজুর রহমান মাদক ব্যবসার সাথে জড়িত।