ঝিনাইদহের কালীগঞ্জে মহা সড়কের ওপর ট্রাক রাখার অপরাধে ৪ জন চালককে জরিমানা

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মহা সড়কের ওপর ট্রাক রাখার অপরাধে ৪ জন চালককে জরিমানা করেছেন কালীগঞ্জ মোবাইল কোর্ট। গতকাল দুপুরে কালীগঞ্জ-যশোর সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান।

মোবাইল কোর্টসূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের ট্রাফিক আইল্যান্ড থেকে বৈশাখি তেল পাম্পের দুই পাশের রাস্তার ওপর ৪টি ট্রাক রাখা হয়। মহাসড়কের ওপর এসব ট্রাক রাখার অপরাধে ৪টি মামলা দায়ের করে ১ হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তার পাশে ইট বালু, খোয়া ও গাছের গুঁড়ি রাখায় সংশি¬ষ্ট মালিকদের শতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছাদেকুর রহমান জানান, মহাসড়কের ওপর ট্রাক রাখার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। অনেক সময় অপরদিক দিয়ে আসা গাড়ি সাইড দিতে পারে না। রাস্তার ওপর ট্রাক রাখার গোপন সংবাদ পেয়ে তিনি মোবাইল কোর্টে নামেন। এ সময় কালীগঞ্জ-যশোর মহা সড়কের ওপর ৪টি ট্রাক রাখার অপরাধে ৪টি মামলা করে ১ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে।