জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউএনও সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ এ সংবর্ধনা সভার আয়োজন করেণ।
নবাগত ইউএনও সেলিম রেজাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের নাজির মহিদুল ইসলাম, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উথলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জালাল উদ্দিন একরাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদ আহাম্মদ, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আশরাফুল আলম ও বাঁকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহিউদ্দিন। অপর দিকে ইউনিয়ন পরিষদের সচিবগণের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন, উথলী ইউপি সচিব লিয়াকত আলী, আন্দুলবাড়িয়া ইউপি সচিব মনিরুজ্জামান, বাঁকা ইউপি সচিব শাহিন মোল্লা, সীমান্ত ইউপি সচিব হারুন অর রশিদ ও রায়পুর ইউপি সচিব হাসানুজ্জামান।