স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের চতুর্থ দিনে চুয়াডাঙ্গা সদর থানা ৩ জন, দামুড়হুদা মডেল থানা ৫ জন, জীবননগর থানা ৬ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয়েছে ৭ পুরিয়া হেরোইন, ৩ পিস ইয়াবা, ৫ অ্যাম্পুল নেশার ইনজেকশন, ৪ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ও ডাকাতিসহ সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ