গাংনীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে আখি খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। অসুস্থতাজনিত কারণে সে আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের। আখি খাতুন জোড়পুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

পারিবারিকসূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। গতকাল বুধবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে বিবেচিত হয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।