স্টাফ রিপোর্টার: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। অন্য কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা নেই। সানির আইনজীবী মুরাদুজ্জামান মুরাদ ও এম জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এম জুয়েল আহমেদ জানান, ট্রাইব্যুনালে আমরা সানির জামিন আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল জামিন আবেদন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় মুক্তিতে আর বাধা নেই। এর আগে ৯ মার্চ নারী নির্যাতন মামলায় আপসের শর্তে স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার জিম্মায় সানির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। আর যৌতুকের মামলায় ৫ এপ্রিল সমনের জবাব দিতে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন আদালত। গত ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ড ভোগ করেছেন সানি।