৫শ টাকার জালনোট দিয়ে সিগারেট কেনার সময় যুবক পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫শ টাকার জালনোট দিয়ে সিগারেট কিনার সময় ধরা পড়েছে কুষ্টিয়ার যুবক সজিব (২০)। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়ার জামাত স্টোরে সিগারেট কিনতে ৫শ টাকার নোট দেয় সে। দোকানির সন্দেহ হতেই যুবকের আচরণও সন্দেহজনক হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানার এসআই শরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সজিব কুষ্টিয়া চরমিলপাড়ার খলিলুর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গায় কেন এসেছে? জালটাকার নোট কোথায় পেয়েছে? গ্রেফতারের পর পুলিশ এসব প্রশ্নের জবাব খোঁজার পাশাপাশি সজিব সম্পর্কে তথ্য পেতে কুষ্টিয়া থানায় যোগাযোগ শুরু করেছে। তাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে। অপরদিকে দোকানি জামাত আলী বলেছেন, সন্ধ্যায় যুবক ৫শ টাকার নোট দিয়ে ৫টি গোল্ডলিফ সিগারেট চায়। সিগারেট নেয়ার জন্য তাড়াতাড়ি করে। সন্দেহ হয়। টাকার নোট অন্য কয়েকজনকে দেখাতেই খবর পৌঁছায় পুলিশে।