মুজিবনগর প্রতিনিধি: তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক মুজিবনগরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশন বাংলাদেশের কমিশনার নেপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন ও মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহা. মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্ত, প্রধান শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এনজিও প্রতিনিধি।