জীবননগর ব্যুরো: ৩ ছেলের জননী খালাতো ভাবি আঙুরা খাতুনের (৫৫) সাথে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক দেবর মোশারেফ হোসেন মুসার (৫৫)। গোপনে অনেক বার তার অভিসারে মিলিত হলেও এবার আর রক্ষা পাননি। আঙুরার ভাই ও ছেলেদের গণপিটুনিতে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মুসা। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় মুখরোচক গল্পের সৃষ্টি হয়েছে। আলোচিত এ ঘটনাটি ঘটেছে রোববার রাতে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটাপোল গ্রামের ২ ছেলে-মেয়ের জনক মোশারেফ হোসেনে মুসার সাথে খালাতো ভাবি মোক্তার হোসেনের স্ত্রী ৩ ছেলের জননী আঙুরার রয়েছে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক। তাদের সম্পর্কের বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট বিষয়। আঙুরার ডাকে রোববার রাতে মুসা গোপন অভিসারে গিয়ে মিলিত হয় আঙুরার সাথে। এসময় বাঁধ সাথে আঙুরার ছেলে ও ভাইয়েরা। মুসাকে আটক করে আঙুরার ছেলে বাদলের নেতৃত্বে তাকে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে রাতে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়; কিন্তু তার অবস্থা এতোটাই খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার করেন। ভোরেই তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে বৃদ্ধ বয়সে পরকীয়া এ জুটির ভিমরতির খবর এলাকায় মুখরোচরক গল্পের সৃষ্টি করেছে।