মাথাভাঙ্গা মনিটর: ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিলো লিভারপুল। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গন ক্লপের দল। গত রোববার রাতে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে লিভারপুলের জয়টি ২-১ গোলের।
ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। ডানদিক থেকে ম্যাট লোটোনের বাড়ানো বলে অ্যাশলে বার্নেসের ফ্লিক ঠিকানা খুঁজে পায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে লিভারপুল। বাঁদিক থেকে সতীর্থের বাড়ানো বলে জর্জিনিয়ো ভিনালডাম ফ্লিক করার পর বল বেন মের বুকে লাগে, ফিরতি শটে নেদারল্যান্ডসের এ মিডফিল্ডারই লক্ষ্যভেদ করেন।
৬১তম মিনিটে এমরি কেনের গোলে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত এ গোল ধরে রেখে লিগে নিজেদের ষোড়শ জয় তুলে নেয় ইয়ুর্গন ক্লপের দল। ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ২৭ ম্যাচে ৫৬ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার্স দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৬।