টিপ্পনী:

 

খবর: (মন্ত্রীরা দুর্নীতি না করলে কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবে না)

এইটা হলো হাছা কথা
এক্কেবারেই হাছা,
তত্ত্ববাণী এক্কেবারে
ফাঁস হয়েছে বাছা।

মন্ত্রী যদি না খান তবে
খেতে পারেন কর্তা?
এসব কিছু সারা জীবন
থাকে কি আর ধরতা।

বড় বাবু মানুষ হলে
হবেন ছোট বাবু,
এখন বোধ হয় কোনো কিছু
হয় না খাবু খাবু।

চোখে ধুলো দিয়ে যারা
গাপুস গুপুস খায়,
তারাই দেশে ডাঁটের সাথে
খুব চলে হাইফাই।

কারা তারা কারা
দুর্নীতিবাজ যারা।

-আহাদ আলী মোল্লা