স্টাফ রিপোর্টার: দাবিকৃত টাকা না পেয়ে ভূমিদস্যু বানানোর পাঁয়তারা মামলার মূল আসামি দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমিন রতনকে পুলিশ ধরতে না পারলেও তার এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। দামুড়হুদা দশমীপাড়ার বিপ্লব মজুমদারকে গতরাত ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়ার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বলাই মজুমদারের ছেলে। তাকে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়ার নওশাদ আলী ভি.জে স্কুলের সামনের একজন মেশিনার্র ব্যবসায়ী। তিনি দৈনিক আমাদের সংবাদের সম্পাদকসহ তার ৪ সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, রুহুল আমিন রতন ওই পত্রিকার সম্পাদক বলে পরিচয় দিয়ে বলে, তার কাছে অভিযোগ রয়েছে। ১৫ হাজার টাকা না দিলে ওই অভিযোগ পত্রিকায় ছাপা হবে। পরদিন নওশাদ আলীকে ভূমিদস্যু বলে ফলাও করে পত্রিকায় ছাপা হয়। এরই প্রেক্ষিতে নওশাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল রাত ৯টার দিকে সদর থানার এসঅই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে এজাহারভুক্ত আসামি বিপ্লব মজুমদারকে গ্রেফতার করেন।