জীবননগরে যুবলীগ নেতা কাজল গ্যাঁড়াকলে অবশেষে স্মৃতিকে দ্বিতীয় বিয়ে করে রক্ষা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার যুবলীগ নেতা কাজল হোসেন (৩০) বোম্বে ফেরত এক যুবতীর ঘরে ঢুকে গ্যাঁড়াকলে পড়েছেন। এলাকাবাসী কাজলকে দীর্ঘসময় শাপলাকলিপাড়ার ওই বাড়িতে আটকে রাখার পর অবশেষে রাত ১১টার দিকে স্মৃতি খাতুনকে দ্বিতীয় বিয়ে করে পার পেয়েছেন। গতকাল সোমবার রাতে জীবননগর উপজেলা শহরের শাপলাকলিপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কাজল হোসেন জীবননগর উপজেলার যুবলীগের নেতা। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বোনাই বাড়ি আঁশতলাপাড়াতে বসবাস করেন। অপরদিকে উপজেলার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে স্মৃতি খাতুন ওরফে হ্যাপি ভারতের মুম্বাই শহরে থাকেন। সম্প্রতি সেখান থেকে ফিরে তিনি শাপলাকলিপাড়ায় বাসাভাড়া নিয়ে আছেন। কাজল গতকাল সন্ধ্যার সময় হ্যাপির ঘরে গিয়ে ওঠে। এ সময় তারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে এলাকাবাসী তাদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখে। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে না পেরে শেষ পর্যন্ত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে হয় যুবলীগ নেতা কাজলকে। ভারতের মুম্বাইয়ে থাকা তালাকপ্রাপ্ত হ্যাপি দ্বিতীয় বিয়ে করতে হয় কাজলকে। অনৈতিক কাজে গিয়ে যুবলীগ নেতা কাজল আটক ও দ্বিতীয় বিয়ের খবর পেয়ে শ শ মানুষ শাপলাকলিপাড়ার ওই বাড়িতে রাত ১১টা পর্যন্ত অবস্থান নেয় বলে জানা গেছে।