স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা সদর থানা ৫ জন, দামুড়হুদা মডেল থানা ৬ জন, জীবননগর থানা ৭ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এদের ভেতর একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও বাকিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা) তরিকুল ইসলাম। এর আগে গত রোববার অভিযানের প্রথম দিনে ২৬ জনকে গ্রেফতার করে পুলিশ।