চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটি নিয়ে প্রশ্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবার ঘটেছে ব্যতিক্রম। কারণ দুজনই সরকারি চাকরিজীবী।

গত ১০ মার্চ দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর আটকবর প্রাঙ্গণে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি পদে সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইয়াকুব আলী জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক পদে আলুকদিয়া ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান জোয়ার্দ্দারকে নির্বাচিত করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে চুয়াডাঙ্গা সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই প্রশ্ন তুলে বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দুটি পদে কর্মরত থাকা অবস্থায় কি সাংস্কৃতিক সংগঠনের মূল পদে আসতে পারেন? সংগঠনটির গতকালের বৈঠকে বিষয়টি উত্থাপন হতে পরে বলে কেউ কেউ মন্তব্য করলেও শেষ পর্যন্ত এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি। সূত্র এমনই তথ্য দিয়ে বলেছে, ভেতরে ভেতরে চাপা ক্ষোভও রয়েছে।