আলমডাঙ্গার বড়পুটিমারী থেকে এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বড়পুটিমারী থেকে কিস্তি আদায় করতে গিয়ে মোটরসাইকেল খোয়া গেছে এনজিও কর্মকর্তা আবদুল আলিমের। এক বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে কিস্তি আদায় করতে যান তিনি। ঘণ্টা খানিক পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটি না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি।

জানা গেছে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মৌ বাড়িয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মুন্সিগঞ্জ ব্র্যাক অফিসের প্রোগ্রাম অফিসার আবদুল আলিম গতকাল সোমবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বড়পুটিমারী গ্রামে কিস্তি আদায় করতে যান। এ সময় তার বাজাজ ডিসকভার ১০০সিসি মোটরসাইকেলটি (কুষ্টিয়া হ-১২-৯১৬৫) চুরি হয়ে যায়।