স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর কোটালী দর্শনাপাড়ার ফরজন ওরফে আইতুল ডাক্তারের বিরুদ্ধে প্রতিবেশীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার প্রতিবেশীর স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেছেন, গ্যাসের ওষুধ নিতে ওই আইতুল ডাক্তারের কাছে গেলে ঘরে আটকে জোর করে ধর্ষণ করে।
জানা গেছে, কোটালী দর্শনাপাড়ার মৃত বেলায়েত আলীর ছেলে ফরজন ওরফে আইতুল গ্রাম্য চিকিৎসক। জমি মাপার কাজও করেন। তার বিরুদ্ধে দরিদ্র পরিবারের বধূ অভিযোগ তুলে বলেছেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ডাক্তারের কাছে গিয়েছিলাম গ্যাসের বড়ি নিতে। তিনি বড়ি দিচ্ছি বলে ঘরে টেনে নিয়ে ধর্ষণ করেছেন। হাসপাতালে ভর্তি হয়ে মামলার প্রস্তুুতি চলছে।
অপরদিকে ডাক্তারের পক্ষের লোকজন বলেছে, যে নারী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে সেই নারীর স্বামীর সাথে ওই ডাক্তারের বিরোধ রয়েছে। তারই জের ধরে এ অভিযোগ তুলতে পারে। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে আসল ঘটনা জানা যাবে।