পড়ে পাওয়া মানিব্যাগ আত্মসাৎ করে গ্যাঁড়াকলে সাতক্ষীরার নুরুজ্জামান : পুলিশে সোপর্দ

বেগমপুর প্রতিনিধি: পাখিভ্যানে চড়ে দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার সময় পড়ে পাওয়া মানিব্যাগের লোভ সামলাতে না পেরে তা আত্মসাৎ করে বিপাকে পড়েছেন সাতক্ষীরার নুরুজ্জামান। মানিব্যাগের মালিক ডিহি গ্রামের ইমরান টাকা চুরির অভিযোগ তুলে নুরুজ্জামানকে তুলে দিয়েছে পুলিশের নিকট।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের আলম হোসেনের ছেলে ইমরান হোসেন এবং সাতক্ষীরা জেলার আসাশুনি উপজেলার পোতাব নগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নুরুজ্জামান (১৮) গতকাল রোববার রাত ৯টার দিকে পাখিভ্যান যোগে দর্শনা থেকে হিজলগাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পাখিভ্যানে বসে থাকা অবস্থায় উভয়ের মধ্যে পরিচয় ঘটে। ইমরান নিজ বাড়ি এবং নুরুজ্জামান তিতুদহ গ্রামের দুলাভাই লোকমানের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নুরুজ্জামান পাখিভ্যান থেকে নেমে পড়েন। ইমরান বাড়ির কাছে গিয়ে ভ্যান থেকে নামেন। ভাড়া দিতে গিয়ে দেখতে পান পকেটে মানিব্যাগ নেই। সন্ধান শুরু হয় নুরুজ্জামানের। কিছুক্ষণ পরে নুরুজ্জামানের সন্ধান পেলেও মানিব্যাগের বিষয়টি অস্বীকার করেন তিনি। তখন নুরুজ্জামানকে তিতুদহ ক্যাম্প পুলিশের হাতে তুলে দিলে পুলিশি জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান মানিব্যাগ এবং ব্যাগে থাকা ৪ হাজার ৬শ টাকা নেয়ার কথা স্বীকার করেন। তিনি পুলিশকে জানান মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছেন।

তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজী বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে ইমরানের অভিযোগ থাকায় তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।