ঝিনাইদহে নির্বাহী প্রকৌশলীকে তালাবদ্ধ করার পর রাস্তা মেরামত শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: অবশেষে ঝিনাইদহ সরকারি কে.সি বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তা সংস্কার করা হচ্ছে। গতকাল রোববার ঝিনাইদহ সড়ক বিভাগ থেকে ভাঙাচোরা রাস্তা  মেরামত করার জন্য উদ্যোগ নেয়া হয়। গত বৃহস্পতিবার কে.সি কলেজের কয়েক’শ ছাত্র রাস্তা মেরামতের দাবিতে স্থানীয় সড়ক বিভাগের অফিস ঘেরাও করেন।

এ সময় তারা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ খানের রুমে তালা ঝুলিয়ে চল্লিশ মিনিট আটকে রাখেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ এ সময় অবরুদ্ধ নির্বাহী প্রকৌশলীকে তালা কেটে উদ্ধার করেন। ঝিনাইদহ সড়ক বিভাগ ঘেরাও করার দুই দিন পর অবশেষে ভাঙাচোরা রাস্তা মেরামতের উদ্যোগ নেয়া হলো।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন সফল হয়েছে। দেরিতে হলেও ঝিনাইদহ সড়ক বিভাগের শুভ বুদ্ধির উদয় হয়েছে।

উল্লেখ্য, রাস্তার দুর্দশা ও ছাত্রদের আন্দোলন নিয়ে পত্র পত্রিকায় গত শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়।

Leave a comment