জীবননগর অফিসার্স ক্লাবে ইউএনও নূরুল হাফিজকে বিদায় সংবর্ধনা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজকে গতকাল রোববার রাতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। জীবননগর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অফিসার্স ক্লাব ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা ও সংগঠন বাগেরহাট জেলা সদর উপজেলায় বদলিকৃত ইউএনও নূরুল হাফিজকে বিদায় জানান।

অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। এছাড়াও বক্তব্য রাখেন ইউএনও পতœী তাসলিমা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা সমবায় অফিসার মোহাতার হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী আহসানুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আব্দুস সাত্তার ও ঊষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও এ দিন আন্দুলবাড়িয়ার বন্ধু কল্যাণ সংগঠন, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।