মাথাভাঙ্গা মনিটর: চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। ফলে লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। গত শনিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিৃবতিতে নেইমারের অ্যাবডাক্টর পেশিতে চোট পাওয়ার খবর জানায় বার্সেলোনা। একারণে এ দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। গতকাল রোববার লা লিগার ম্যাচ খেলতে দেপোর্তিভোর মাঠে যাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি। পাকস্থলীর সমস্যার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না নেইমারের স্বদেশি রাফিনিয়াও। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ইতিহাস গড়ার অন্যতম নায়ক নেইমার। দু গোল করার সঙ্গে সের্হি রবের্তোকে দিয়ে দলের ভাগ্য গড়ে দেয়া গোলটিও করান এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে প্রথম লেগের চার গোলের ঘাটতি ৬-১ ব্যবধানের জয়ে পুষিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরেছিলো লুইস এনরিকের দল।