চন্দরপল বাপ-বেটার অর্ধশতক

মাথাভাঙ্গা মনিটর: দুজনে যখন একসঙ্গে প্রথমবার ব্যাট করেছিলেন, সেই খবর আলোড়ন জাগিয়েছিলো বেশ। বাবা-ছেলে এখন একসঙ্গে ব্যাট করেন প্রায় নিয়মিতই। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে গায়ানার হয়ে গত শনিবার হাফসেঞ্চুরি করেছেন শিবনারায়ন চন্দরপল ও তেজেনারায়ন চন্দরপল। কিংস্টনে প্রথম ইনিংসে ২৫৫ রান তুলেছিলো জ্যামাইকা। গায়ানা প্রথম ইনিংসে তুলেছে ২৬২। ইনিংস শুরু করতে নেমে ২০ বছর বয়সী তেজেনারায়ন করেছেন ৫৮ রান। ১৩৫ বলের ইনিংসে ছিলো ৫ চার ও ১ ছয়। পাঁচে নেমে বাবা শিবনারায়ন করেছেন ছেলের চেয়ে ১ রান কম। ১৭৫ বলে চারটি চারে ৫৭। বাবা-ছেলের জুটিও হয়েছে ছোট্ট একটি। চতুর্থ উইকেটে দুজনের জুটি ছিলো ৩৮ রানের। বাবার মতো তেজেনারায়নও বাঁহাতি ব্যাটসম্যান। বাবার মতোই মাঝেমধ্যে করেন কাজ চালানোর লেগ স্পিন। বাবার মতো বেলস উইকেটে ঠুকে গার্ড নেন। একইরকম ধীরস্থির, ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রেকর্ড ১৬৪ টেস্ট খেলা চন্দরপল সবশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে। এরপর জায়গা হারান দলে। গতবছর আনুষ্ঠানিকভাবে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে। ৪২ বছর বয়সী ব্যাটসম্যান খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।