স্টাফ রিপোর্টার: জয় দিয়ে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড শেষ করেছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ ৩-৩ সমতায় থাকার পর শুট আউটে ঘানাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে। পাঁচ শুট আউটে বাংলাদেশের কৃষ্ণ কুমার, মইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি গোল করলে ৩-৩ সমতায় শেষ হয়। সাডেন ডেথে কৃষ্ণ কুমারের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সপ্তদশ মিনিটে ঘানার জনি বটসিও পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন পিসি থেকেই ঘানা গোলরক্ষককে পরাস্ত করেন। ২১তম মিনিটে পিসি থেকেই দলকে এগিয়ে নেন চয়ন। আকাবা এলিকেমের ফিল্ড গোলে ৪৩তম মিনিটে সমতায় ফেরে ঘানা। ৫৩তম মিনিটে ম্যাথু ডামালে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরলাইন ৩-২ করেন। শেষের বাঁশি বেজে ওঠার আগ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে জিমি বাংলাদেশকে সমতায় ফেরালে ম্যাচে ভাগ্য গড়ায় শুট আউটে।
পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে আসা বাংলাদেশ ফিজির বিপক্ষে আক্রমণাত্মক খেলে জিতেছিলো ৫-১ ব্যবধানে। এরপর ওমানের কাছে ৩-২ ব্যবধানে হারেন জিমিরা। কোয়ার্টার-ফাইনালে মিশরের কাছে ৫-১ গোলের হারে সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয় বাংলাদেশের। পঞ্চম স্থান নির্ধারণীর মঞ্চে ওঠার ম্যাচে জিমিরা শ্রীলঙ্কাকে উড়িয়ে দেন ৯-০ গোলে।