আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্বপঘর ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেয়া হয়েছে। গত শনিবার স্বপঘর ফাউন্ডেশনের স্বপদ্রষ্টা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে স্কুলব্যাগ তুলে দেন। স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গার পরিচালক সাংবাদিক রহমান মুকুলের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। বিশেষ অতিথি উই ফর অল’র আলমডাঙ্গা পরিচালক রাকিবুল ইসলাম রিয়েল, স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গার প্রকল্প কর্মকর্তা সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, প্রভাষক শেখ শফিউদ্দীন। উপস্থিত ছিলেন সাংবাদিক পলাশ মাহমুদ, আশরাফুল ইসলাম, স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গার শিক্ষক বীথি আকতার প্রমুখ।