মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে ৪ ও ৫ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মলন শেষে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন কৃষকলীগের আহ্বাযক মহাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন নিকুল, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক খোকন আলী। মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, চাঁদবিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগ নেতা ইসরাফিল হক, কৃষক লীগনেতা মাদার প্রমুখ। পরে আবুল বাশারকে সভাপতি ও সদর উদ্দিন পাঁচাকে সাধারণ সম্পাদক করে ৪ নং ওয়ার্ডের এবং মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে সভাপতি ও আলিমউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫ নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।