বিশ্ব টুকিটাকি : সংঘর্ষে ১৫ জন নিহত

উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে বিজেপি জয়ী : পাঞ্জাবে কংগ্রেস

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ৫ রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। অন্যদিকে পাঞ্জাবে জয় পেয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৩১০ আসনে। এখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিলো ২০২টি আসন। বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের সমাজবাদী পার্টি পেয়েছে ৬৮টি আসন। উত্তরখণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিলো ৩৬টি আসন। সেখানে বিজেপি জয় করে নিয়েছে ৫১টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আসন সংখ্যা ১৬টি। অন্যদিকে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ পাঞ্জাব আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে ৭৩ আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আম আদমী পার্টি পেয়েছে ২৪টি আসন। অপর দুই রাজ্যের মধ্যে মনিপুরে এগিয়ে আছে বিজেপি। ৬০ আসনের মধ্যে ৪৫ আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১৯টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা দেখছে বিশ্লেষকেরা।

 

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ নারীসহ ১১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের ১৮০ কিলোমিটার পূর্বে পুনে নগরীর পার্শ্ববর্তী উড়ালিকাঞ্চন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা পুনে থেকে টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, আজ ভোর ৪টায় একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে ৪ দম্পতি ও এক শিশুসহ ১১ জন লোক নিহত হয়েছে। তিনি জানান, মিনিবাসের চালক রাস্তা পারাপাররত একটি বুনো শুকরকে বাঁচাতে চেষ্টা করলে তার মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে আঘাত করে। কর্মকর্তারা জানান, আহত দুই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালে মিনিবাসের চালকও নিহত হয়েছেন। চলতি মাসের গোঁড়ার দিকে রাজস্থানে এক জিপ ও ট্রাক সংঘর্ষে তিন নারীসহ ১৭ জন নিহত ও অপর ৬ জন আহত হয়।

 

দামেস্কে জোড়া বোমা হামলায় নিহত ৪০

মাথাভাঙ্গা মনিটর: সংঘাতপূর্ণ সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বোমা হামলায় অন্তত ৪০ জন ইরাকি নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১২০ ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে ইরাক সরকারের বরাত দিয়ে জানিয়েছে। দেশটির শিয়াদের জন্য ব্যবহৃত বাব আল-সাগির সমাধিক্ষেত্রে আসা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে ভয়াবহ এই হাম চালানো হয়। সুন্নিরা প্রায়ই শিয়া মতাবলম্বীদের লক্ষ্য করে হামলা চালালেও দেশটির রাজধানীতে এ ধরণের আক্রমণ বিরল। এর আগে কাজাখস্তানের মধ্যস্থতায় রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি কার্যকর সংক্রান্ত বৈঠক হয়। যা গত ৩০ ডিসেম্বর থেকে কার্যকরের কথা থাকলেও সেখানে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছেই।

 

ইয়েমেনে সংঘর্ষে ১৫ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় মোখা শহরে গত ২৪ ঘণ্টায় তীব্র সংঘর্ষে ৭ জন সরকারি সেনা ও ৮ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। দেশটির চিকিৎসা ও নিরাপত্তা সূত্র শনিবার এ খবর জানায়। লোহিত সাগরের ৪৫০ কিলোমিটার দীর্ঘ এলাকা বিদ্রোহীদের হাত থেকে পুনর্দখলের জন্য গত জানুয়ারিতে শুরু হওয়া একটি বড় ধরনের অভিযানের অংশ হিসেবে সরকারি বাহিনী গত ১০ ফেব্রুয়ারি ঐতিহাসিক বন্দরটি পুনর্দখল করে নেয়। কিন্তু বিদ্রোহীরা বন্দরটি ফের দখল করে নেয়ার চেষ্টা করায় গত মাস জুড়ে বার বার সংঘর্ষ হয়েছে। সর্বশেষ সরকারি বাহিনীর হাতে থাকা মোখা নগরীর ১৪ কিলোমিটার উত্তরে ইয়াখতুল গ্রামে লড়াই ঘনীভূত হয়। সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন জোট নগরীর আরো উত্তরে বিদ্রোহীদের দখলে থাকা একটি বন্দরে বিমান হামলা চালালে বেসামরিক নাগরিক ও ৬ বিদ্রোহী নিহত হওয়ার জেরে এ লড়াই বাধে। ইয়েমেনে বহুল প্রচলিত কাত নামে একটি নেশা জাতীয় দ্রব্যের বাজারের প্রবেশ মুখে আশ্রয় নেয়া বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করে শুক্রবারের হামলাটি চালানো হয়।