জীবননগর বাঁকা মাদরাসায় সুধী সমাবেশ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকায় অবস্থিত দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় বার্ষিক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সুধী সমাবেশে মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, ২০০৪ সালে সাড়ে ৭ বিঘা জমির ওপর মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে এ মাদরাসায়। তাদের পাঠদানের জন্য ২১ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। কর্তৃপক্ষের প্রত্যাশা বাস্তবায়িত হলে এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর বাইরে যেতে হবে না।

কওমি শিক্ষাবোর্ডের অধীনে মাদরাসাটি উপজেলার বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে একটি এতিমখানাও রয়েছে। যেখানে শতাধিক এতিম ছাত্রের থাকা খাওয়ার খরচ বহন করা হয় বলে সুধী সমাবেশে জানানো হয়।