জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও নূরুল হাফিজকে বিদায় সংবর্ধনা

জীবননগর ব্যুরো: বাগেরহাট জেলা সদরে বদলিকৃত জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী অতিথি ইউএনও নূরুল হাফিজ বলেন, বিগত প্রায় ৩ বছর এ উপজেলায় চাকরিকালে উন্নয়নসহ সকল প্রকার কাজে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। পজেটিভ এবং নেগেটিভ সকল প্রকার সংবাদই এ সময়ে পরিবেশিত হয়েছে। তাতে আমার কাজ করতে সুবিধা হয়েছে। তিনি বলেন, এ উপজেলা নিয়ে আমার ৫টি উপজেলাতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। অন্যসব উপজেলার সাংবাদিকদের চেয়ে এখানকার সাংবাদিকরা সৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত হিসেবে আমার কাছে প্রতীয়মান হয়েছে।

প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে ও সহসভাপতি কামাল উদ্দিন জোয়াদের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা সহকারী পল্লি উন্নয়ন অফিসার শহিদুল্লাহ লিমন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল সিদ্দিক বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, সহসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশক সম্পাদক আকিমুল ইসলাম, নির্বাহী সদস্য সালাউদ্দিন কাজল ও সদস্য মিঠুন মাহমুদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবুর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী রায়হান উদ্দিন, শামসুল আলম, হুমায়ুন কবির, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মজিবর রহমান, সরজিৎ কর্মকার, রমজান আলী, ইন্তাজ আলী, শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।