চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সানডিয়ান রেস্টুরেন্টের আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র সরকারী পুলিশ সুপার (দমিুড়হুদা/জীবননগর সার্কেল) মো. কলিমুল্লাহ, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রবিউল ইসলাম বাবলু। স্বাগত বক্তব্য রাখেন সাবেক ফুটবলার মিলন বিশ্বাস।
অনুষ্ঠানে ৬ জন গুণীজন ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন- সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন, ক্লাবের উপদেষ্টা প্রবাসী শরীয়ত, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ক্লাব সভাপতি গোকুলখালী কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম ও সাবেক ফুটবলার মিলন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ। বিজ্ঞপ্তি।