বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মিথ্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাজান খান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। তিনি বলেন, এই অবৈধ সরকারের সাজানো সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ছাত্রসমাজ মানে না। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা নাসিমুজ্জামান সোহাগ, রনি, মাহাবুব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতা মাবুদ, নিজাম, রবিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদল নেতা সজিব, মিজান, শুকুর ও পৌর ছাত্রদলের নেতা সাইমুম, সুজন, রিয়াদ, জজ প্রমুখ। পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র দালের সদস্য সাইফুল ইসলাম সুমন। প্রেসবিজ্ঞপ্তি।