কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ যাত্রী। নিহতরা হলেন- আব্দুল মজিদ খলিফা (৬০) ও ওমেদ আলী (৫৫)। গতকাল শনিবার ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল জানান, কুড়িগ্রাম থেকে পিরোজপুরে পীরের মাজারের উদ্দেশে যাওয়া একটি বাস ওই স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসাধীন আহত কয়েকজন জানান, ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলো। সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দ্রুত গতিতে পাশের খাদে উল্টে যায়। নিহত ও আহতদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়।