ড্র করলো ম্যান ইউ : জিতলো লিঁও

 

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লীগে ড্র করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রাশিয়ান ক্লাব রোস্তভের সাথে ১-১ গোলে ড্র করে ম্যান ইউ। তবে সফরকারী হিসেবে রোস্তভের মাঠে থেকে গোল আদায় করে নিয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ম্যান ইউ। প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় রোস্তভের মাঠ স্টেডিয়ন অলিম্পোতে। ম্যাচে প্রথম গোল আদায় করে নেয় ম্যান ইউ। ৩৫ মিনিটে গোলটি করে হেনরিক মাখিতারায়ন। এই গোলটির পেছনে অবদান ছিলো জ্লাতান ইব্রাহোমিভিচের। গোলের জন্য বলের যোগান তিনিই দিয়েছিলেন। এরপর লিড দীর্ঘক্ষণ ধরে রেখেছিলো ম্যান ইউ। তবে তাদের খেলায় আক্রমণাত্মক চিত্রটা ছিলো না। সেই সুযোগ গোল আদায় করে নেয় রোস্তভ। ৫৩ মিনিটে নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে গোল করেন রোস্তভের আলেক্সসান্দ্রা বুখারভ। এতে ম্যাচে ১-১ সমতা আসে। এরপর নিজেদের ঘর সামলে গোলের জন্য গুটি কয়েক আক্রমণ করেছে ম্যান ইউ ও রোস্তভ। কিন্তু সেটি ভেস্তে গেলে স্ট্রাইকারদের ভুলে ও ডিফেন্ডারের দক্ষতায়। তাই শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। আগামী ১৭ মার্চ আসরের দ্বিতীয় লীগে আবারো মুখোমুখি হবে ম্যান ইউ ও রোস্তভ। দ্বিতীয় লীগের ম্যাচটি হবে ম্যান ইউ’র ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। দিনের অন্যান্য ম্যাচগুলোর মধ্যে লিঁও ৪-২ গোলে হারিয়েছে রোমাকে।