দর্শনা রেল ইয়ার্ডে জনগুরুত্বপূর্ণ সড়কের মাটি দিয়ে চলছে ভরাট

স্টাফ রিপোটার: দর্শনা রেল ইয়ার্ডে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। এ মাটি ইয়ার্ড সংলগ্ন জনগুরুত্বপূর্ণ রাস্তা কেটে সংগ্রহের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বছর দুয়েক আগে থেকে দর্শনা রেল ইয়ার্ড এলাকা সিমানা পাঁচিল ঘিরে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইয়ার্ড ঘেঁষে ট্রাক চলাচলের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে পাঁচিল ঘেঁষে মাটি ভরাটের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় সংশ্লিষ্ট বিভাগ থেকে। মাটি ভরাট করণের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব কন্ট্রাক নেন দর্শনার ইয়াছিন হোসেন কালু।
অভিযোগ উঠেছে, রেল কলোনির সুগন্ধা মাঠ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ উঁচু সড়কের মাটি কর্তন করে ইয়ার্ড ভরাট করা হচ্ছে। ফলে শান্তিপাড়া, মোবারকপাড়া, পরাণপুর বেলে মাঠপাড়া, মাদারপাড়াসহ বেশ কয়েকটি মহল্লার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। যে কারণে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে যেকোনো সময় ঠিকাদারের সাথে এলাকাবাসীর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেয়ার জন্য দাবি উঠেছে।