মাথাভাঙ্গা মনিটর: ডিন এলগারের ১৪০ রানের কল্যাণে ডানেডিন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করতে পেরেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ১৩১ রানে পিছিয়ে রয়েছে কিউইরা। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন এলগারের অপরাজিত ১২৮ রানে ৪ উইকেটে ২২৯ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন নিজের স্কোরটা খুব বেশি বড় করতে পারেননি এলগার। থেমে যান ১৪০ রানেই। তার ২৯৯ বলের ইনিংসে ২৪টি চার ছিলো। ব্যক্তিগত ৩৮ রানে এলগারের সঙ্গী হিসেবে দিন শুরু করা তেম্বা বাভুমা পেয়েছেন হাফ-সেঞ্চুরি। করেন ৬৪ রান। এছাড়া নীচের দিকে ভারনন ফিলান্ডার ২১ ও উইকেটরক্ষক কুইনন্টন ১০ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট নেন। এরপর নিজেদের ইনিংস শুরু করে অধিনায়ক কেন উইলিয়ামসন ও জিত রাভালের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৭৭ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৭৮ রানে অপরাজিত থাকলেও ৫২ রানে থামেন রাভাল। দক্ষিণ আফ্রিকার কেশাব মহারাজ ২ উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে): দক্ষিণ আফ্রিকা : ৩০৮/১০, ১২২.৪ ওভার (এলগার ১৪০, বাভুমা ৬৪, ডু-প্লেসিস ৫২, বোল্ট ৪/৬৪)। নিউজিল্যান্ড : ১৭৭/৩, ৫৫ ওভার (উইলিয়ামসন ৭৮*, রাভাল ৫২, মহারাজ ২/৫৭)।