মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজ সফরই হয়তো বা পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল-হকের ক্যারিয়ারের শেষ সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ইতোমধ্যেই টেস্ট অধিনায়ককে জানিয়ে দিয়েছেন বোর্ড চায় মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই যেন তিনি অবসরের ঘোষণা দেন। ইতোমধ্যেই আসন্ন ক্যারিবীয় সফরের জন্য টেস্ট দলের অধিনায়ক হিসেবে মিসবাহর নাম ঘোষনা করা হয়েছে। তার আগে অবশ্য মিসবাহ খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা বোর্ডকে জানিয়েছিলেন। এ সম্পর্কে শাহরিয়ার খান বলেছেন, আমি এ ব্যপারে মিসবাহর সাথে কথা বলেছি ও তার ভবিষ্যত নিয়েও আলোচনা করেছি। আমি তাকে জানিয়ে দিয়েছি ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সে জানিয়েছে পিএসএল’র পারফরমেন্সের পরে এ ব্যপারে সে আমার সাথে কথা বলবে। সে অনুযায়ী গত সপ্তাহে আমার কাছে এসে জানিয়েছে সে আসন্ন সিরিজে খেলতে চায়। সে কারনেই নির্বাচকরা তাকে অধিনায়ক হিসেবে বহাল রেখেছেন। কিন্তু একই সাথে এটাও চিন্তা করতে হবে এই সিরিজেই তার বয়স ৪৩ বছর হতে যাচ্ছে। আমার মনে হয় না এই সফরের পরে তার আর খেলা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।