সঙ্কট নিরসনের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকসহ শিক্ষানুরাগীদের মানববন্ধন

হরিণাকুণ্ডু পিএন হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ : মানবেতর জীবন যাপন

 

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু প্রিয়নাথ হাই স্কুলের ম্যানেজিং কমিটির জটিলতায় দীর্ঘ ৩ মাস যাবৎ শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বন্ধসহ নানাবিধ সঙ্কটে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি তার গৌরব হারাতে বসেছে। সেই সাথে মানুষ গড়ার মহান শিল্পী খ্যাত শিক্ষক সমাজ বেতন-ভাতা না পেয়ে চরম দুঃখ কষ্টের মধ্যদিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। ধার দেনায় জর্জরিত হয়ে নূন্যতম সামাজিক মর্যদা টুকুও তারা বিসর্জন দিচ্ছে। শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা চালুসহ প্রতিষ্ঠানটির হৃত গৌরব পুনরুদ্ধারের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্কুল সম্মুখ সড়কে শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার শিক্ষানুরাগী সচেতন নাগরিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করে। শ’ শ’ শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সচেতন নাগরিক সমাজের মানববন্ধন কর্মসূচি পালনের খবর পেয়ে হরিণাকুণ্ডু থানার ওসি তদন্ত আসাদুজ্জামানের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন স্কুলটিতে উদ্ভব পরিস্থিতির আশু সমাধানের আশ্বাস প্রদানের প্রেক্ষিতে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করা হয়। তবে সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত সংক্ষুব্ধ নাগরিকগণ বিদ্যালয়টিতে তালা ঝুলিয়ে দেয়। দুপুরে তালা ঝুলানোর পর থেকে অফিস সময় ৪টা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অন্যান্য শিক্ষক কর্মচারীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনাতে অবস্থান করতে বাধ্য হন। এলাকাবাসীর অভিমত প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিরাজমান সমস্যার সমাধান করে অবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন।