মেহেরপুরে শিক্ষা সফরের বাসে গণডাকাতি :  অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে  মানববন্ধন 

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের শিক্ষা সফর বাসে গণডাকাতির প্রতিবাদে ও ডাকাতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে মেহেরপুর-কাথুলী সড়কে কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে কলেজের শিক্ষক/কর্মচারীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে টায়ারে আগুন জ্বালিয়ে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা জানান, গত ৫ মার্চ কলেজ থেকে ৬টি বাসযোগে নওগাঁ পাহাড়পুরের সোমপুর বোদ্ধ বিহার থেকে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে সড়কে গাছ ফেলে বাস থামিয়ে একদল ডাকাত অস্ত্রের মুখে নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামার লুট করে নিয়ে যায়। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাতকে পুলিশ আটক করেছে এবং প্রত্যক্ষদর্শীরা তাদের শনাক্ত করেছে। প্রশাসনের কাছে বক্তাদের দাবি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আটককৃত ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে দিতে হবে।