ডানেডিন টেস্টে ডীন এলগারের শতকে শক্ত অবস্থানে প্রোটিয়ারা

 

মাথাভাঙ্গা মনিটর: অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলে ডানেডিন টেস্টের প্রথম দিনটি নিজের করে রাখলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। তার ব্যাটিং দৃঢ়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২২৯ রান করেছে প্রোটিয়ারা। একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জয়ের স্বাদ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং-এ নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। স্টিফেন কুক ৩, হাশিম আমলা ও জেপি ডুমিনি ১ রান করে করেন। দ্রুত ৩ উইকেট হারানোর ধাক্কাটা এরপর ভালোভাবে সামাল দেন এলগার ও অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। চতুর্থ উইকেটে ১২৬ রান যোগ করেন তারা। ডু-প্লেসিস ৫২ রানে ফিরলেও, টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে ১২৮ রানে অপরাজিত থাকেন এলগার। তার ২৬২ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ছিলো। এলগারের সঙ্গী হিসেবে ৩৮ রানে ক্রিজে আছেন তেম্বা বাভুমা। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ২ উইকেট নেন।