জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠানের এক আদায়কারীকে পিটিয়ে মারাত্মক করা হয়েছে। এ সময় আহত আদায়কারীর নিকট থাকা নগদ টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
হাসাদাহ জাফরাবাজপাড়ার আব্দুস সোবহানের ছেলে ফারুক হোসেন (৩০) হাসাদাহ বাজারের আলম ক্যাবল নেটওয়ার্ক নামক একটি প্রতিষ্ঠানে আদায়কারী হিসাবে দীর্ঘদিন চাকরি করে আসছেন। ফারুক হোসেন সন্ধ্যায় বৈদ্যনাথপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আজিবরের বাড়ির ডিশ ক্যাবলের মাসিক পাওনা টাকা আদায় করতে যান। সেখানে টাকা আদায়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আজিবর ও তার ভাই আতিয়ার রহমানের ছেলে টিটো উত্তেজিত হয়ে ওঠে এবং তারা ফারুককে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। আহত ফারুককে প্রতিবেশীরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।