স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার দুর্গাপূজা মণ্ডপে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আগামী শুক্রবার ভোগ মহোৎসবের মধ্যদিয়ে এবারের তথা ৩৭তম বার্ষিকী ৩২ প্রহরব্যাপী অখণ্ড এ মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হবে। গত ৫ মার্চ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয়।
চুয়াডাঙ্গা বড়বাজার দুর্গাপূজা ও নামযজ্ঞ পরিচালনা কমিটি আয়োজিত মহানাম সুধা পরিবেশনায় রয়েছে, বাগেরহাটের জয় পাগল সম্প্রদায়, গোপালগঞ্জের রায় বিনোদনী সম্প্রদায়, বরিশালের বাবা তারকনাথ সম্প্রদায়, মাদারীপুরের শিল্পী সম্প্রদায়, খুলনার শ্রী অদ্বৈত সম্প্রদায়, বাগেরহাটের বন্ধন মুক্তি সম্প্রদায়, চুয়াডাঙ্গার সনাতন সৎ সঙ্ঘ সম্প্রদায়। গোষ্ঠলীলা পরিবেশনায় নওগাঁর যোগমায় সম্প্রদায়, কৃত্যনিয়া রিতা মণ্ডল।