পূজারা-রাহানের পরিশ্রমী ব্যাটিঙে লিড নিলো ভারত

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ‍বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের পরিচ্চন্ন ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১৩ রান। লিড হয়ে গেছে ১২৬ রানের। পূজারা ১৭৩ বলে ৭৯ ও রাহানে ১০৫ বলে ৪০ রানে অপরাজিত আছেন। ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি ভারত। নাথান লায়রের ঘূর্ণিজাদুতে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিলো ভারত।  প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বেশি দূর এগুতে দেননি ভারতীয় স্পিনার রবিন্দ্র জাদেজা। তার ৬ উইকেট শিকারে ২৭৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস থেকে ৮৭ রান বেশি সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিঙে নেমে ভারতের শুরুটা মন্দ হয়নি। অভিনব মুকুন্দ ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৯ রান। মুকুন্দকে (১৬) বোল্ড করে এ জুটি ভাঙেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। দ্বিতীয় উইকেটে রাহুল ও পূজারা দলকে ৮৪ পর্যন্ত টেনে নিয়েছিলেন। স্টিভ ও’কিফের বলে স্টিভেন স্মিথের অবিশ্বাস্য এক ক্যাচে ফিরতে হয় রাহুলকে (৮১ বলে ৫১)। এরপর চা বিরতির আগে দ্রুতই বিরাট কোহলি ও জাদেজার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। টানা চতুর্থ ইনিংসে ব্যর্থ হয়েছেন কোহলি। এলবিডব্লিউ হওয়ার আগে কোহেলির সংগ্রহ করেন ১৫ রান।