টাইগার-লঙ্কান টেস্ট সিরিজের নাম ‘জয় বাংলা কাপ’

 

মাথাভাঙ্গা মনিটর: গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। দিনটি ঐতিহাসিক ৭ মার্চ হওয়ায় টাইগারদের এবারের টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা কাপ’। দেশের বাইরে আন্তর্জাতিক কোনো সিরিজের এমন নামকরণ এটাই প্রথম।  বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

তিনি জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজটির রাইটস বা স্বত্ব কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাডটাচ স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস সিরিজের এ নামকরণ করেছে। দেশীয় এ প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের খেলার টেলিভিশন স্বত্ব, মাঠ ও বিজ্ঞাপন স্বত্ব কিনে থাকে। কোম্পানির প্রধান নির্বাহী নেওয়াজ সোহাগ জানান, প্রথমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সিরিজটির মাঠের স্বত্ব কিনে নেয়া হয়। পরে টেলিভিশন ও বিজ্ঞাপন স্বত্ব বিক্রি করে দেয়া হয়। তবে টেস্ট সিরিজটির শুরুর তারিখ (৭ মার্চ) খেয়াল হতে টেস্ট সিরিজটির স্বত্ব বিক্রি করা হয়নি। পরে এর নামকরণ করা হয় ‘জয় বাংলা সিরিজ’। সোহাগ বলেন, বাংলাদেশের জন্য ৭ মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ভেবেই আমি আর টেস্ট সিরিজের স্বত্ব বিক্রি করিনি। সেই সঙ্গে সিরিজের টাইটেল ঠিক করি ‘জয় বাংলা কাপ’। শ্রীলঙ্কার গলে ৭ মার্চ শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ দল খেলবে নিজেদের শততম টেস্ট।