উত্তর কোরিয়ায় ফুটবল দল পাঠাবেনা মালয়েশিয়া

মাথাভাঙ্গা মনিটর: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম মালয়েশিয়ায় মারা যাওয়ার পর উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে পৌঁছেছে। তাই নিজ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বে খেলতে উত্তর কোরিয়ায় দল পাঠাবে না মালয়েশিয়া। কিছুদিন আগে কুয়ালালামপুরে বিমানবন্দরে কিম জং নাম বিষ প্রয়োগে হত্যা করা হয়। দল না পাঠানোর বিষয়টি আজ মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হামিদিন মোহাম্মদ আমিন এক বিবৃতিতে বলেন, ‘মালয়েশিয়া সরকার গত শনিবার মালয়েশিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কেং চলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময়ে মালয়েশিয়ান নাগরিকদের উত্তর কোরিয়া সফর নিরাপদ নয়।’