গাংনী প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ের মধ্যদিয়ে মেহেরপুর গাংনী সরকারি কলেজে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী সরকারি ডিগ্রি কলেজ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। গাংনী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, প্রভাষক মোতালেব হোসেন ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম।
বক্তারা বলেন, যুব ও তরুণ সমাজ আজ মাদকের ভয়াবহ নেশায় আসক্ত। নেশা কেড়ে নিচ্ছে তার সুন্দর ভবিষ্যত। অকালেই ঝরে যাচ্ছে অনেক মেধাবী। তার পরিবার বয়ে বেড়াচ্ছে অসহ্য যন্ত্রণা। অপরদিকে ভুল ব্যাখ্যা দিয়ে অনেক যুবককে নামানো হয়েছে জঙ্গি কর্মকা-ের মতো জঘন্য পথে। এসব থেকে মুক্তির জন্য যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।