মেহেরপুরের ৪টি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার: ড্রাম শিটের চিমনি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত ওই চারটি ইটভাটার চিমনি ভেঙে দেয়।

জানা গেছে, গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সুবিধপুর এলাকা ও কাথুলী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মামুন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক আব্দুল গফুর উপস্থিত ছিলেন। এ ব্যাপারে পরিদর্শক আব্দুল গফুর জানান, ড্রাম শিটের চিমনি ব্যবহার করে ইট তৈরি করে পরিবেশ দূষণের অপরাধে তাদের দুই লাখ জরিমানা করা হয়েছে এবং চিমনি ভেঙে দেয়া হয়েছে। তিনি আরো জানান, ঝাউবাড়িয়া সুবিধপর গ্রামের ভাই ভাই ব্রিকস নামের দুটি ইটভাটার মালিক আলতাফ হোসেনের ৮০ হাজার টাকা, একই গ্রামের হাবিব ব্রিকসের মালিক হাবিবুর রহমানের ৫০ হাজার টাকা এবং কাথুলী সড়কের তারেক ব্রিকসের মালিক আবুল কাশের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।