মহেশপুর সংবাদদাতা: মহেশপুর উপজেলার সাড়াতলা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান ধর্মঘট। এলাকায় তোলপাড়।
এলাকাবাসীসূত্রে প্রকাশ, উপজেলার সাড়াতলা গ্রামের খোকনের ছেলে আবু হাসান (২৪) ও একই গ্রামের মৃত ঝন্টু চৌধুরীর ছোট মেয়ে শহীদ জিয়াউর রহমান কলেজের ৩য় বর্ষের ছাত্রী রেকসোনা খাতুনের সাথে গত ২ বছর ধরে প্রেম করে আসছে। গত কয়েকদিন ধরে বিয়ে করার আশ্বাস দিলেও পরিবারের বাঁধার কারণে বিয়ে হয়নি। রোববার বিয়ের দাবিতে রেকসোনা খাতুন আবু হাসানের বাড়িতে অবস্থান ধর্মঘট করে। এ সময় আবু হাসানসহ পরিবারের লোকজন গা ঢাকা দেয়। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়ের চাচা রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মহেশপুর থানাকে অবহিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়ের পরিবারের লোকজন মহেশপুর থানায় অবস্থান করছিলো।