দামুড়হুদার হোগলডাঙ্গা উত্তরপাড়ায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি টগর

শেখ হাসিনা ছাড়া গরিবদের দিকে কেউ ফিরেও তাকায়নি
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হোগলডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগ নেতা রবিউল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই নিরলস প্রচেষ্টায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিধবাভাতা, বয়স্কভাতা, ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালিনভাতা, মুক্তিযোদ্ধাভাতা প্রদানের পাশাপাশি তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি দেশের ৫০ লাখ হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল দিচ্ছেন। ভিক্ষুকদের পুনর্বাসনসহ হিজড়াদেরও ভাতা দেয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা ছাড়া গরিবদের দিকে কেউ ফিরেও তাকায়নি। তিনি ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, একটি দল ধর্মের নামে ভোট নেয় অথচ এলাকায় তারা একটিও মসজিদ-মাদরাসা করেনি। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকারকে আবারও ভোট দেয়ার আহ্বান জানান। মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা পরিষদের সদস্য নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মোখলেছুর রহমান, খবির উদ্দীন, জুলফিকার আলী ভুট্টু, ইয়াচনবী, মিজানুর রহমান লিটন, আ. মতিন, নতিপোতা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব, ইউপি সদস্য এমদাদুল হক, শফিকুল হক, হাজি রইচ উদ্দীন, শিক্ষক আব্দুর রাজ্জাক, কিবরিয়া, শফিকুল ইসলাম, সাহাবুদ্দিন, হাবিল মাস্টার, পাইলট, মসজিদ কমিটির সেক্রেটারি কিবরিয়া, ক্যাশিয়ার রনজু, ছাত্রলীগ নেতা এসএম রাজ মাহমুদ, নাসির, ফিরোজ, রায়হান, লিপু, গফুর, বাপ্পি, সুজন, জুয়েল রানা, সোহেল প্রমুখ।